২০২৪ সালের জুন এবং জুলাই মাসে হয় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রথম জোনাল অপারেশন এ লক্ষ্যে ২৮ জুন ২০২৪ খ্রি: থেকে ৩০ জুন ২০২৪ খ্রি: পর্যন্ত তালিকাকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ৭ জুলাই হইতে ২৭ জুলাই পর্যন্ত সমগ্র উপজেলায় তালিকা কাজ এর তথ্য সংগ্রহ করা হয়। কাজের সুবিধার জন্য পুরো বাগেরহাট সদর উপজেলাকে মোট চারটি জোনে ভাগ করা হয়। এর ০১ নং জোনে কর্মরত ছিলেন জনাব আনোয়ার হোসেন শেখ, পরিসংখ্যান সহকারী জেলা পরিসংখ্যান অফিস বাগেরহাট। ০২ নং জোনে কর্মরত ছিলেন দীপঙ্কর কুমার কুন্ডু, ০৩ নং জোনে কর্মরত ছিলেন জনাব আলাউদ্দিন নাকিব, অবসরপপ্রাপ্ত পরিসংখ্যান তন্তকারী, ০৪ নং জোনে কর্মরত ছিলেন জনাব সাবিনা আফরিন সদ্য সমাপ্ত এনএইচডি প্রকল্পে কর্মরত। আর পুরো উপজেলার উপজেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব দীপঙ্কর কুমার কুন্ডু,পরিসংখ্যান তদন্তকারী, উপজেলা পরিষদ অফিস বাগেরহাট সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস