দেশের অন্যান্য স্থানের মতো, বাগেরহাট সদর উপজেলায় 15 জুন থেকে 21 জুন, 2022 পর্যন্ত 6ষ্ঠ আদমশুমারি 2022 অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিক প্রস্তুতি হিসাবে প্রথম তিনটি জোনাল কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। শুমারি কাজের সুবিধার্থে সমগ্র উপজেলাকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন একজন জোনাল অফিসার। বরকত আলী জোন-০১ বাগেরহাট পৌরসভার দায়িত্বে ছিলেন, জনাব ইফতেখার জামান এসএ জোন-০২ করপাড়া ও ডেমা ইউনিয়নের দায়িত্বে ছিলেন। জনাব মিঠুন পাল এস.এ জোন-০৩ শতগম্বুজ ও রাখালগাছি ইউনিয়নের দায়িত্বে ছিলেন, জনাব আশরাফুল আলম জোন-০৪ যাত্রাপুর ও খানপুর ইউনিয়নের দায়িত্বে ছিলেন, জনাব মল্লিক আবুল হোসেন জেএসএ, জোন-০৫ বিষ্ণুপুর ও বারুইপাড়া ইউনিয়নের দায়িত্বে ছিলেন। জনাব গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত জেএসএ জেনারেল-০৬ গোতাপাড়া ও বেমরাতা ইউনিয়নের দায়িত্বে ছিলেন। সাত দিনের জোনাল অফিসারদের অক্লান্ত পরিশ্রমে আমরা ২১ তারিখে আদমশুমারির কাজ শেষ করেছি। আর এইকাজে উপজেলার শুমারিসমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে উপজেলা পরিসংখ্যান তদন্তকারী হিসেবে কর্মরত জনাব দীপঙ্কর কুমার কুন্ডু
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস